সোমবার (০১ অক্টোবর) বিকেলে উপজেলার দামিহা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পার্শ্ববর্তী বরুহা গ্রামের আব্দুস সাত্তারের বখাটে ছেলে রবিউল দামিহা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়।
লোকজন গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মমেক হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর ধর্ষক রবিউল পালাতক রয়েছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এনটি