হামলার ঘটনায় আহতরা হলেন রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাবুবুর রহমান (৩৫) এবং কনস্টেবল সবুজ মিয়া (২৮)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ব্যাপারে রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আল মামুন হাসপাতালে সাংবাদিকদের জানান, রাতে ফেনসিডিল পাচার করে আনার খবর পেয়ে ডিবি পুলিশের ছয়জনের একটি দল পদ্মা নদীর চরে অভিযান চালায়। এ সময় তারা আক্কাস আলী নামের এক মাদক বিক্রেতাকে ফেনসিডিলসহ ধরেও ফেলে। কিন্তু এ সময় অন্য মাদক বিক্রেতারা ডিবি পুলিশের ওই সদস্যদের ওপর হাসুয়া, লাঠিসোটা ও লোহার পাইপ দিয়ে হামলা চালায়। পিটুনিতে দু'জন গুরুতর আহত হলে পুলিশের অন্য সদস্যরা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে হামলাকারীরা মাদক বিক্রেতা আক্কাস আলীকে নিয়ে পালিয়ে যান।
ডিসি আল-মামুন আরও বলেন, ঘটনাস্থল কাটাখালী থানার ঐ এলাকা থেকে ১০০ বোতলের বেশি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় অভিযানে অংশ নেওয়া অন্য পুুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসেন।
কোনো অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে কী না জানতে চাইলে ডিবি পুলিশের ঊধ্বতন এ কর্মকর্তা বলেন, এখনো আমরা বিষয়গুলো নিশ্চিত না। আমাদের সদস্যরা আহত হয়েছে, তাই তাদের চিকিৎসা নিয়েই আপাতত ব্যস্ত আছি। পরবর্তীতে সব জানানো হবে। আমরা হামলাকারীদের দ্রুতই গ্রেফতার করব। তাদের বিরুদ্ধে মামলাও হবে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. শামসুল হোদা সাংবাদিকদের বলেন, পুলিশের দুই সদস্য গুরুতরভাবেই আহত হয়েছেন। তবে তারা এখন আশঙ্কামুক্ত।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসএস/এইচএমএস