ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর মিরপুরে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
রাজধানীর মিরপুরে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু রকি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী চিড়িয়াখানা রোড এলাকা থেকে অচেতন অবস্থায় রাকিবুল হাসান রকি (২৬) নামের এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক তেজগাঁও কলেজের মাস্টার্সের হিসাব বিজ্ঞানের ছাত্র বলে জানা গেছে।

সোমবার (১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবুল হাসান রকি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ওসমান আলীর সন্তান।

সে বর্তমানে পশ্চিম রাজাবাজার মসজিদের পাশে কয়েক জনের সাথে একটি রুম ভাড়া করে থাকত।

নিহতের রুমমেট সৈকত আহমেদ জানান, রকির মোবাইল থেকে এক ব্যক্তি ফোন দিয়ে জানায় রকি অচেতন অবস্থায় মিরপুর চিড়িয়াখানা বি.সি.আই কলেজের সামনে রাস্তায় অচেতন হয়ে পড়ে আছে। সংবাদ পাওয়ার পর আমরা কয়েকজন দ্রুত ঘটনা স্থলে গিয়ে রকিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকত আরো জানান, ঘটনা স্থলের আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে রকি চিড়িয়াখানা রোড দিয়ে হাঁটার সময় বমি করতে করতে অচেতন হয়ে পড়েন। বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইফাত জানান, রকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যুবকরা বলে হয়তোবা তাকে কিছু খাওয়ানো হয়েছে। ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত দেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এজেডএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।