ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৪ রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
বাগেরহাটে ৪ রুটে বাস চলাচল বন্ধ বাস চলাচল বন্ধ

বাগেরহাট: বাসে বসে মাদক সেবন, যন্ত্রাংশ চুরিতে বাধা দেওয়ায় শ্রমিকদের মারধর করার প্রতিবাদে বাগেরহাট থেকে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন। 

বুধবার (৩ অক্টোবর) সকালে থেকে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।  

বন্ধ হওয়া রুট চারটি হচ্ছে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা ও বাগেরহাট-রুপসা।

এর আগে, মঙ্গলবার (২ অক্টোবর) রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এক সভা করে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।

ওই ইউনিয়নের সহ-সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু বাংলানিউজকে বলেন, তিনদিন আগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে এক মাদকসেবী মাদক সেবন করছিলেন। এ সময় বাসচালক তা দেখতে পেয়ে মাদকসেবীকে বাধা দেওয়ায় কিছু শ্রমিক তাকে মারধর করেন। বিষয়টি বাস-মালিক সমিতি এবং প্রশাসনকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  

জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান এ শ্রমিক নেতা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, সমস্যার সমাধানে শ্রমিকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।