শুক্রবার (৫ অক্টোবর) সকালে উপ-শহর ডি-ব্লকের ১৩ নম্বর বাসা থেকে ওই নারীকে আটক করা হয়। আটক সুমি বেগম ওই এলাকার উজ্জ্বল শেখের স্ত্রী।
যশোরর উপ-শহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, ইয়াবার চালান বেচা-কেনা হয়ে হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুমি বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সুমির দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির একটি বিশেষ স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় ছয় হাজার পিস ইয়াবা জব্দ হয়।
এছাড়াও বাড়িতে তল্লাশিকালে মাদক বেচা-কেনার বেশ কিছু টাকাও জব্দ করা হয়েছে। পরে আটক করা হয় সুমিকে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, সুমি বহুল আলোচিত তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। তিনি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিও।
শুক্রবার ইয়াবার চালান উদ্ধারের ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
ইউজি/জিপি