শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৩টার পর তারা অবস্থান কর্মসূচি শুরু করে। মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। এসময় তারা ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে স্লোগান দেন।
অপরদিকে শাহবাগ মোড় অবরোধ থাকায় মৎস্যভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজারের দিক থেকে আসা গাড়িগুলো থমকে পড়েছে। দেখা দিয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েছেন ছুটির দিনে কোনো কাজ বা ঘুরতে বের হওয়া মানুষ।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে বুধবার (৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেওয়ার পর বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। রাত ১টার দিকে তারা ঘোষণা দেন, কোটা বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেল সন্ধ্যা পর্যন্তও চলছিল এ অবরোধ। যদিও এরমধ্যে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এসকেবি/এএ