ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নগর ভবনে অভিষিক্ত হলেন ‘স্বপ্নের ফেরিওয়ালা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
নগর ভবনে অভিষিক্ত হলেন ‘স্বপ্নের ফেরিওয়ালা’ রাসিক প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিচ্ছেন খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজসিক অনুষ্ঠানে ফুলে ফুলে অভিষিক্ত হলেন রাজশাহীর নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার (০৫ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন খায়রুজ্জামান লিটন। এ সময় করতালি দিয়ে সবাই তাকে স্বাগত জানান।

এর মধ্যে দিয়ে রাসিক পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন খায়রুজ্জামান লিটন। মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত হলেন ৩০ জুলাই বিপুল ভোটের ব্যবধানে জয়ী এ নৌকার মাঝি। অনুষ্ঠানে একই সঙ্গে সিটি করপোরেশনের ৩০জন নির্বাচিত কাউন্সিলর ও ১০জন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরও দায়িত্বগ্রহণ করেন। নগর ভবনের গ্রিন প্লাজায় শুক্রবার বিকেলে এ উপলক্ষে বিশাল আয়োজন করা হয়।  

এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় রাসিক নির্বাচিত মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন খায়রুজ্জামান লিটন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করান।

এদিকে, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি সবার কাছে ঋণী। আমি এই ঋণ পরিশোধ করতে পারব না। করতেও চাই না। আমি আপনাদের সাথে থাকতে চাই।

মেয়র লিটন আরো বলেন, মেয়রের কাজ শুধু রাস্তা-ঘাট পরিস্কার, ড্রেন পরিস্কার ও মশা মারা না।  প্রধানমন্ত্রী যেমন দেশের সার্বিকক্ষেত্রে উন্নয়ন করছেন, তেমননি মেয়রের কাজ মহানগরীর মানুষের সার্বিক কল্যাণ করা। আপনারা পাশে থাকলে আগামী দিনে আমি রাজশাহীর মানুষের তেমন কল্যাণ করতে চাই।

তিনি বলেন, রাজশাহীতে পূর্ণঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন তিন/চার মাসের মধ্যে চালু করা সম্ভব হবে। এছাড়া রাজশাহী-কলকাতা ট্রেন চালু করবো। রাজশাহীতে বিগত সময়ে শিল্পায়ন হয়নি। শিল্পায়ন করা হবে।

এর আগে বিকেল তিনটার দিকে সিটি করপোরেশনের কাউন্সিলদের সাথে নিয়ে নগরভবনে যান খায়রুজ্জামান লিটন। নগরভবনে পৌঁছালে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান।  

পরে জাতীয় পতাকা ও সিটি করপোরেশনের পতাকা উত্তোলন করেন মেয়র লিটন। পতাকা উত্তোলনের পরে বেলুন ও পায়রা উড়ানো হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ওমর ফারুক চৌধুরী, আব্দুল ওয়াদুদ দারা, ইঞ্জিনিয়ার এনামুল হক, আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আকতার জাহান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কেএম আব্দুস সালাম, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আব্দুল হাদি ও দুরুল হুদা। স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন।  

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম আব্দুস সোবহান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, মেয়র লিটন কন্যা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্নাসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০০৮ সালে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন খায়রুজ্জামান লিটন। ২০১৩ সালের নির্বাচনে মেয়রের মসনদ হারিয়েছিলেন তিনি।  

বলা হয়, এ পাঁচ বছর ছিলো রাসিকের স্বর্ণযুগ। এ পাঁচ বছরে রাজশাহীতে গ্যাস সংযোগ, রাস্তা-ঘাটের উন্নয়ন ও সুসজ্জিত আধুনিক রাজশাহী গড়ার কারিগর ছিলেন জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন।

গত ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাজশাহী সিটি মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন স্বপ্নের ফেরিওয়ালা খ্যাত মেয়র খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮/ অাপডেট: ২০২১ ঘণ্টা,
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।