শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে শুক্রবার (৫ অক্টোবর) সকালে শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বরিশাল বিভাগীয় আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনের বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোজাম্মেল হক, রেজাউল করিম, আমিনুর রহমান খোকন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও শিক্ষকদের দাবি কেউ পূরণ করেননি। অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দাবি পূরণ করা না হলে শিক্ষকরা নতুন করে সিদ্বান্ত নিতে বাধ্য হবে।
পরে তারা এক বিক্ষোভ মিছিল বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমএস/আরআর