শুক্রবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মনোয়ারা খাতুন (৫০) ও চায়না খাতুন (৩৫)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, যাত্রী নিয়ে অটোভ্যানটি সয়দাবাদ গোলচত্বর এলাকায় যাচ্ছিল। পথে একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই নারী। আহত হন আরও দুই ভ্যানযাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮/আপডেট:১৭৩৫ ঘণ্টা
আরএ