শুক্রবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছালিপুরা গ্রামে শামিমার নিজ বাড়িতে আয়োজিত বিয়েটি বন্ধ করে দেন ইউএনও।
শামিমা একই উপজেলার ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ইউএনও ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জুয়েল মিয়ার সঙ্গে শাহিদার বিয়ে ঠিক হয়। খবর পেয়ে বিয়ে পড়ানোর আগেই উপস্থিত হই। বিষয়টি টেরে পেয়ে বরসহ তার সঙ্গে আসা লোকজন পালিয়ে যায়।
এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে শামিমার পরিবারকে অবগত করেন ইউএনও। পাশাপাশি বাল্য বিয়ের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এনটি