ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁ থানার এসআইসহ ৪ পুলিশ ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
সোনারগাঁ থানার এসআইসহ ৪ পুলিশ ক্লোজড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। 

মাদক বিক্রেতাদের কাছ থেকে জব্দ মাদক বিক্রির ঘটনার পর বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে তাদের প্রত্যাহার করা হয়।

শুক্রবার (৫ অক্টোবর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, প্রশাসনিক কারণে তাদের পুলিশ সুপার মহোদয় ডেকে প্রত্যাহার করে নিয়েছেন।

থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান, এম সিমন খাঁন ও কনস্টেবল আকিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে এগুলো তাদের পরিচিতদের দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।  

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে বন্দর উপজেলার চর ইসলামপুর গ্রামের রাজিব নামে এক মাদক ব্যবসায়ীকে সোনারগাঁ থেকে মাদকসহ আটক করে পুলিশ। পরে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, এসআই শাহ কামালসহ ওই চার পুলিশ সদস্য তাকে মাদক বিক্রির জন্য সেসব দ্রব্য সরবরাহ করতেন। এই প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তদের তার কার্যালয়ে ডেকে পাঠান। আটক মাদকবিক্রেতা রাজিবকে সামনে রেখে ওই পুলিশ সদস্যদের জবানবন্দি রেকর্ড করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় রাতেই নারায়ণগঞ্জ পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।