শুক্রবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজিস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা রাজধানী ঢাকার ইডেন কলেজছাত্রী।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকা দিয়ে একটি কাভার্ডভ্যান ইউটার্ন দিয়ে ঘোরানোর সময় পেছনে একটি লেগুনা যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়।
আহত নিগার সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪), সিমু (২৪) ও সিমুসহ (২১) কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জের সানারপাড়স্থ প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ইদ্রিস আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
এএটি