শুক্রবার (৫ অক্টোবর) বিকালে বেনাপোল সীমান্তের গাতিপাড়া সড়ক থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার হচ্ছে।
এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ পিস প্রিন্ট কার্টিস গাইড, চারটি ব্যাটারিচালিত অটোভ্যানের মোটর ও ১৯ পিস বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া মালামাল বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ০৫ ২০১৮
এজেডএইচ/জিপি