শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তনের জন্য কোটা বহালের দাবিতে শাহবাগে চলমান অবরোধ শিথিল করা হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার (৬ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক থাকবে।
শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আতিকুল বাবু বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি আসবেন।
পাশাপাশি অধিক সংখ্যক গ্র্যাজুয়েটদের যাতায়াত সহজ করার লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। শনিবার বিকেল ৩টার সমাবেশ শাহবাগেই অনুষ্ঠিত হবে। আজও আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবরোধ স্থগিত রেখেছি।
সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। যান চলাচল স্বাভাবিক না থাকার কারণে দুর্ভোগ পোহাতে জনসাধারণকে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এসকেবি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।