শুক্রবার (০৫ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন, আর তার কন্যা প্রধানমন্ত্রী দেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছেন।
তার (শেখ হাসিনা) নামের কাছে অনেক নাম ম্লান হয়ে গেছে উল্লেখ করে তথ্য সচিব বলেন, আন্তর্জাতিক যত সংস্থা প্রকাশনা বের করে তাদের কোনো প্রকাশনায় বাংলাদেশের বুভুক্ষু কোনো মানুষের ছবি এখন আর ছাপা হয় না। উন্নত দেশের তালিকায় বাংলাদেশের ছবি ছাপা হয়।
কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর রহমান, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, বাউফল পৌর মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েল, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমএস/এসএইচ