আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার দ্বিতীয় দিন শুক্রবার (০৫ অক্টোবর) দর্শনার্থীরা বিভিন্ন দপ্তরের সেবা গ্রহণ করেছেন। একশ’টির বেশি স্টলে ভিড় করছেন উৎসাহী মানুষ।
মাগুরা কলেক্টরেট মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, উপজেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডুসহ অন্যান্যরা।
মেলায় আব্দুল্লাহ হেল কাফি নামের এক দর্শনার্থী বলেন, এখানে এসে আমরা সরকারি ও বে-সরকারি সব দফতরের কোন কোন অফিস কি কি ধরনের সেবা দিয়ে থাকে কিভাবে সেবা পেতে পারি ইত্যাদি বিষয়ে জানতে পারছি।
স্বাস্থ্য বিভাগের স্টলে পাওয়া যাচ্ছে রক্তচাপ নির্ণয়, রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তের সুগার পরীক্ষার সুযোগ। প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টলে এসে সমাপনী পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন। সঙ্গে রয়েছে উপবৃত্তি সংক্রান্ত সব সেবা। খাদ্য ব্যবসায়ীরা চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের স্টল থেকে লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে পারছেন। কর্মী হিসেবে বিদেশে গমনেচ্ছুরা সহজে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে পারছেন জনশক্তি অফিসের স্টল থেকে।
কৃষি বিভাগের বিভিন্ন ধরনের ফলের চাষ, ফসলের চাষ সম্পর্কে তথ্য প্রদান করছে। বাবুল নামে এক প্রতিবন্ধী যুবক মাশরুমের চাষ করে সফতা পেয়েছে তিনিও মেলায় একটি স্টল দিয়েছেন।
জেলা প্রশাসক আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, মেলার মূল উদ্দেশ্য দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে সরকারের উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা।
তিনি আরও বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় উপচেপড়া ভিড় ছিল।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
আরএ