শুক্রবার (০৫ অক্টোবর) কলকাতায় ইন্ডিয়া টুডে আয়োজিত ‘বন্ধু ও প্রতিবেশী: সীমান্তের চেয়ে আরো বেশি অংশগ্রহণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন ড. গওহর রিজভী।
গওহর রিজভী বলেন, আসামের অবৈধ নাগরিকদের তালিকা বাংলাদেশের কাছে বড় কোনো ইস্যু নয়।
আসামের অবৈধ নাগরিক তালিকার বিষয়ে তিনি বলেন, অবৈধ নাগরিকদের চিহ্নিত করার কাজটি কেবলমাত্র শুরু হয়েছে। এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমাদের দু’দেশের মধ্যেই পরিণত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যেতে প্রয়োজন হলে এটা নিয়ে আলোচনা করা যাবে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করে আসছে। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি আমরা। মানবিক দিক বিবেচনা করে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসা উচিত।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
টিআর/ওএইচ/