ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুই লেগুনার প্রতিযোগিতায় প্রাণ গেলো শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
দুই লেগুনার প্রতিযোগিতায় প্রাণ গেলো শিশুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে দুই লেগুনার প্রতিযোগিতায় মো. নিরব নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিরব তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির সামনে রাস্তার পাশে দাদার সঙ্গে নিরব দাঁড়িয়ে ছিলো। এসময় লক্ষ্মীপুর থেকে রামগতিগামী দু’টি লেগুনা একটি অারেকটিকে অতিক্রম করতে গিয়ে নিরবকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন নিরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রামগতি-লক্ষ্মীপুর সড়ক অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে লেগুনা। অদক্ষ চালক ও হেলাপারে বেপরোয়া গতি ও আগে যাওয়ার প্রতিযোগিতায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।