ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাপড়ের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি, কারাগারে ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
কাপড়ের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি, কারাগারে ২ ডিবি পুলিশের হাতে আটক দুই মাদক বিক্রেতা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: কাপড়ের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন- শহরের সয়াধানগড়া মহল্লার জিএম মন্টু খানের ছেলে আমিরুজ্জামান ডলার (৩৭)  ও কামারখন্দ উপজেলার চানপুর গ্রামের মৃত কালিপদ পালের ছেলে সঞ্জীব পাল (৩২)।

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজহারুল ইসলাম শুক্রবার রাতে বাংলানিউজকে জানান, শহরের মোস্তফা প্লাজা মার্কেটে মিজান ক্লথ স্টোরে কাপড়ের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করছিলেন ওই দুই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে এস এস রোডে মোস্তফা প্লাজা মার্কেটের মিজান ক্লোথ স্টোরে অভিযান চালিয়ে ওই  দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শ ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে শুক্রবার সন্ধ্যায় তাদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।