এসময় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য। আহতরা হলেন- কামাল হোসেন (৪৫) এবং সোনিয়া আক্তার (৮)।
শুক্রবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দূর্গম পাহাড়ি উলারঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হলে ঘরের ভেতরে থাকা শিশু হোসনে আরার মৃত্যু হয়। এসময় পরিবারের দুই সদস্য আহত হন। পরে প্রতিবেশীরা হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লামার ফাসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর লামার পার্শ্ববর্তী উপজেলা আলীকদমেও বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
ওএইচ/