ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় লেগুনা ডোবায় পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
মাগুরায় লেগুনা ডোবায় পড়ে নিহত ১

মাগুরা: মাগুরা পৌরসভার ভায়না এলাকায় একটি লেগুনা ডোবায় পড়ে পরেশ সাহা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। 

শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাতে যশোর রোডে মৎস্য অফিসের সামনে এ দুঘটনা ঘটে। পরেশ সাহা পেশায় একজন বাবুর্চি ছিলেন।

নিহতের ছোট ভাই রবি সাহা বাংলানিউজকে বলেন, রান্নার কাজ পেয়ে আড়াপাড়া যাচ্ছিলেন পরেশ। পথে ভায়না এলাকায় মৎস্য  অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পরেশ সাহা নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।  

মাগুরা সদর সদর থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিশ্বাস বলেন, আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা চলছে।  
  
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।