শনিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধ শুরু হলে পুলিশ রাস্তার উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেয়।
এসময় তাদের ‘৫ ভাগ কোটা বহাল রাখো, রাখতে হবে’, ‘কোটা বাতিলের সিদ্ধান্ত, মানি না, মানব না’ ‘পাহাড় কি সমতলে, লড়াই হবে সমানতালে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান বলেন, ‘আদিবাসীরা এদেশে অনগ্রসর জনগোষ্ঠী। আমরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি। শিক্ষা, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রাপ্তিসহ বিভিন্ন দিক থেকে আদিবাসীরা পিছিয়ে রয়েছে। সরকারি চাকরিতে ৫ ভাগ আদিবাসী কোটা বহাল রাখতে হবে। এ আন্দোলনের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে আমাদের দাবি জানানোর চেষ্টা করছি।
এর আগে, গত ৩ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
অারএ