বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, গত একমাস ধরেই নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী বাংলানিউজেক বলেন, নৌরুটের টার্নিং পয়েন্ট ও চ্যানেলমুখে খননকাজ চলছে। ওই স্থানে ড্রেজার থাকায় ফেরি চলাচল গতকাল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। ড্রেজিং কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তারা জানালেই ফেরি চলাচল শুরু করবে। তবে আজকেই ফেরি চলাচল শুরু হবে কি-না তা আমার জানা নেই বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
এএটি