শনিবার (৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের নোয়াবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ মোহাম্মদ আহসান উল্লাহ (৫০) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মৃত মাওলানা শাহ মোহাম্মদ হামিদ উল্লাহর ছেলে।
আহত নোভা উপজেলার ফুলবাড়িয়া এলাকায় শরীফ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে অটোরিকশায় করে নিকলী যাওয়ার পথে নোয়াবাড়িয়া এলাকায় অটোরিকশাটি উল্টে গুরুতর আহত হন আহসান উল্লাহ ও নোভা। পরে আহসান উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অটোরিকশাসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
আরএ