শনিবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আরিফুজ্জামান এ আদেশ দেন। আব্দুল মোত্তালেব রায়গঞ্জের ঘুরকা বেলতলা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, মোত্তালেব দীর্ঘদিন ধরে দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করতেন। সকালে মোহনপুর দহকুলা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে দুধে নদীর পানি মেশানোর সময় ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তিন মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এনটি/