শনিবার (০৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মণ্ডপগুলোতে প্রতিমা বানানোর কাজ শেষ।
জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, প্রতিটি পূজামণ্ডপে থাকবে নিজ উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে রক্তদান কর্মসূচি, প্রসাদ বিতরণ, বস্ত্রদানসহ বিভিন্ন কর্মসূচি।
এদিকে, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিভাগীয় ও জেলা পুলিশ প্রশাসন।
এর আগে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিভাগের চার জেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
ওই সময় তিনি জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্যরা সক্রিয় থাকবেন। পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও তৎপর থাকবেন। শান্তিপূর্ণভাবে এ দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বোচ্চ তৎপর থাকবে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমএএএম/আরবি/