ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৭৬৪ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
ময়মনসিংহে ৭৬৪ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব রঙ ও সাজসজ্জার কাজ করছেন কারিগররা। ফাইল ফটো

ময়মনসিংহ: ময়মনসিংহে এবার ৭৬৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে চলতি বছর ৪৭টি বেশি মণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। আর ময়মনসিংহ শহরে ১১০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

শনিবার (০৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মণ্ডপগুলোতে প্রতিমা বানানোর কাজ শেষ।

এখন রঙ ও সাজসজ্জার কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা আশাবাদী। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ করতে চাই।  

জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, প্রতিটি পূজামণ্ডপে থাকবে নিজ উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে রক্তদান কর্মসূচি, প্রসাদ বিতরণ, বস্ত্রদানসহ বিভিন্ন কর্মসূচি।

এদিকে, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিভাগীয় ও জেলা পুলিশ প্রশাসন।

এর আগে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিভাগের চার জেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ওই সময় তিনি জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্যরা সক্রিয় থাকবেন। পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও তৎপর থাকবেন। শান্তিপূর্ণভাবে এ দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বোচ্চ তৎপর থাকবে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।