শুক্রবার (৫ অক্টোবর) দিনগত রাতে র্যাব-৭ ফেনী ক্যাম্প সিপিও আবুল কালাম আজাদ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ নারী-পুরুষকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ০৬ (২) এর (উ) ধারায় মামলা দায়ের করেন। (মামলা নম্বর-৭)।
জোরারগঞ্জ থানার পরিদর্শক ইফতেখার হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আটক বাড়ির মালিক মাজহারুল ইসলাম চৌধুরী ও কেয়ারটেকারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রামের জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় এলাকার ‘চৌধুরী ম্যানসন’ নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় অভিযানে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
অভিযান শেষে ওই বাড়ি থেকে তিনটি পিস্তল, একটি একে-২২ রাইফেল ও বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ও দুই জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
আরআইএস/