ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের ভাদুঘর এলাকার রেল ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই নারী।
পুলিশ স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জিপি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।