অর্ধশত বছর পূর্তির এই সময়টাকে স্মরণীয় করে রাখতে রোববার (০৭ অক্টোবর) থেকে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের। সোমবার (০৮ অক্টোবর) বিকেলে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চলছে গোটা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস জুড়ে চলছে স্মরণকালের সর্ববৃহৎ জমকালো আয়োজন।
রোববার অনুষ্ঠান শুরুর দিনে সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন কিট (ব্যাগ) বিতরণের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের কর্মসূচি শুরু হবে। মধ্যাহ্ণ ভোজের পর দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যাক্রমে স্মৃতিচারণ, বৈজ্ঞানিক অধিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরের দিন সোমবার সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন কিট (ব্যাগ) বিতরণ করা হবে। সকাল ৯টায় র্যালি হবে। বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের প্রথম বিভাগীয় প্রধান এএফএম আমিনুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন পূর্ব বিশেষ অনুষ্ঠান এবং বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
তৃতীয় ও শেষ দিনে সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন কিট (ব্যাগ) বিতরণ করা হবে। পরে সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে স্মৃতিচারণ, খেলাধুলা, বৈজ্ঞানিক অধিবেশন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সুবর্ণ জয়ন্তী উদযাপন উৎসবের সাংগঠনিক সভাপতি ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক বাংলানিউজকে জানান, ১৯৬২ সালের ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালের উদ্বোধন হয়েছিলো। আর সেই হিসেবে চলতি বছরের ২০ নভেম্বর শেবাচিমের ৫০ বছর পূর্তি হবে। অর্ধশত বছর পূর্তিতে আমরা মেডিকেল কলেজের সাবেক ছাত্র-ছাত্রীরা মিলে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্যোগ নেই, যার পরিকল্পনা গত এক বছর ধরেই আমাদের ছিলো। তবে আগামী নভেম্বর মাসটি ভোটের মাস হওয়ায় আগে ভাগেই অর্থাৎ ৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপি মহামিলন মেলার আয়োজন করা হয়েছে।
এছাড়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠাস্থলে বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহ।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সদর-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশালের নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা বাংলানিউজকে জানান, অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। পাশাপাশি ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত গোটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমএস/এনটি