ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় মামলা

মাদারীপুর: মাদারীপুর তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে ১৫ পুলিশসহ প্রায় ৩৫ জন আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩শ’ জনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

থানা সূত্র জানায়, শনিবার ভোরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে  ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

এ সময় পুলিশের ওপরও হামলা চালানো হয়। এতে ১৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে বলেন, পুলিশের পক্ষ থেকে ৪২ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে বাগেরপাড় এলাকার অন্তর হাওলাদারের সঙ্গে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩৫ জন আহত হন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।