শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুল্লাহপুর দক্ষিণশিপা এলাকার নুরুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ওই এলাকার মুসলিম মিয়ার বাড়ির দেয়ালে হেলান দিয়ে আড্ডা দিচ্ছিল সেলিম। এ সময় অসাবধানতায় পাশে থাকা বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস