শনিবার (৬ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের কাজিরহাট তালমা এলাকার কাজিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মিম ওই এলাকার আব্দুল করিমের ছেলে।
অমরখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বাংলানিউজকে জানান, কাজিপাড়া এলাকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইন সরবরাহে বিদ্যুতের পোল স্থাপনের কাজ চলছিল। এ সময় মিম দাঁড়িয়ে তা দেখছিল। হঠাৎ রশি ছিড়ে পোল ফসকে পড়ে যায়। এতে পোলচাপায় গুরুতর আহত হয় ওই কিশোর। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস