ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ যাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ যাত্রা

ঢাকা: দেশের সর্ববৃহৎ মিডিয়া গোষ্ঠী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডভুক্ত সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’র যাত্রা শুরু হয়েছে ইউরোপে। যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে এই পত্রিকার ‘ইউরোপ সংস্করণ’র পথচলা শুরু হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সঙ্গে নিয়ে বাংলাদেশ প্রতিদিনের এই নবযাত্রার উদ্বোধন করেন।

শুক্রবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভেন্যুতে আয়োজিত এ বর্ণিল আয়োজন পরিণত হয় যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায়। এতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ছাড়াও ছিলেন বরেণ্য সাংবাদিক লেখক আবদুল গাফফার চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জুলকার নাইন।

ব্রিটেনের জনপ্রিয় উপস্থাপক উর্মি মাজহারের উপস্থাপনায় প্রাণবন্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, শুধু নেতিবাচক নয়, দেশের প্রতিটি সেক্টরের ইতিবাচক খবরও যেন দেশবাসী জানতে পারে বাংলাদেশ প্রতিদিনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি সংবাদ মাধ্যমের প্রতিই আমাদের এমন পরামর্শ ছিল। সাদাকে সাদা ও কালোকে কালো বলতে পারার সাহস থাকার জন্যই আমাদের এই মিডিয়া গ্রুপটি মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনকে ব্রিটেনের বাংলা মিডিয়া পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করায় লন্ডনের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আহমেদ আকবর সোবহান বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকে বলেই পত্রিকাটি আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার প্রকৃত চেহারা তুলে ধরার চেষ্টা করে বলেই বাংলাদেশ প্রতিদিনের ওপর পাঠকের এই ভরসা। লন্ডনে বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী আ হ মুস্তফা কামালবাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মতো বিনিয়োগবান্ধব দেশ পৃথিবীর আর কোথাও নেই।  

এসময় তিনি যুক্তরাজ্য প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে উল্লেখ করে আহমেদ আকবর সোবহান বলেন, এই দেশের নতুন প্রজন্ম যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তাদের জন্য বাংলাদেশে অপার সুযোগ অপেক্ষা করছে। বাংলাদেশের কোনো কোনো প্রতিষ্ঠানে ৬৫ লাখ টাকা মাসিক বেতন দেওয়ারও রেকর্ড আছে।

লন্ডনকে ভিত্তি করে বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণ প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপসহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখে পাশে থাকারও ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

তিনি বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন এখন থেকে ইউরোপে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা, অর্জন সব বিষয়ই পৌঁছে দেবে বাংলাদেশের মানুষের কাছে।  

অনাবাসী ও আবাসিক বাংলাদেশিদের সেতুবন্ধন হিসেবে বাংলাদেশ প্রতিদিন এখন থেকে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ বিশ্ববাসীর কাছে আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্ব আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে একটি সম্মানজনক আসনে। এই সম্মান ধরে রাখতে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন। সরকারের গঠনমূলক সমালোচনা আমরা ইতিবাচকভাবেই দেখি। কিন্তু অবাধ মিডিয়া স্বাধীনতার সুযোগে কেউ কেউ মিথ্যে অপপ্রচারের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেন, এটি মোটেই কাম্য নয়।  

প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে স্বাগত জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এই পথটি কিন্তু মসৃণ নয়। জেল-জুলুম সহ্য করার ক্ষমতা নিয়েই রাজনীতিতে নামতে হয়।  

বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা করেন পত্রিকাটির সম্পাদক নঈম নিজামবাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের শুভ যাত্রায় অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রচার শীর্ষে অবস্থানকারী এই পত্রিকাটি লন্ডনসহ ইউরোপেও একই অবস্থানে উঠে আসবে, এমনটিই আমাদের প্রত্যাশা।

আবদুল গাফফার চৌধুরী বলেন, আমি দেখেছি ব্রিটেনে বাঙালি সাংবদিকতা কিভাবে দাঁড়িয়েছে। ৫০ বছরে ব্রিটেনে বাঙালি সাংবাদিকদের মধ্যে আমি এক জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছি। আগে বাংলা টাইপ রাইটার ছিল না, হাতে শিরোনাম লিখতে হতো। এই সময় জনমত পত্রিকাটি যুদ্ধ করে টিকে থেকেছে। এখনো বাঙালি কমিউনিটির কথা তুলে ধরছে তারা। আজকে এই যাত্রায় যুক্ত হলো বাংলাদেশ প্রতিদিন। আমার এই সাংবাদিকতা জীবনে তারা প্রথম আমাকে সম্মাননা দিয়েছিলো।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, বাংলাদেশ প্রতিদিন কাগজের যাত্রা শুরুর সময় লক্ষ্য ছিলো অবহেলিত দরিদ্র মানুষের কথা তুলে ধরা। তাই মানুষের ভালোবাসার টানে বাংলাদেশ প্রতিদিন এখন সর্বাধিক প্রচারিত দৈনিক। ব্রিটেনে বাংলা মিডিয়ার যাত্রা শুরু ১শ বছর আগে। এখানকার বাংলা ভাষাভাষি মানুষ এবং সাংবাদিক বন্ধুরা তিলে তিলে এ জায়গায় নিয়ে এসেছেন। বাংলাদেশের মূলধারার মিডিয়াকে প্রবাসী মানুষের কাছে তুলে ধরতে আমাদের ইউরোপ যাত্রার সূচনা। ব্রিটেনের বুকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, ত্যাগ, ভালোবাসাকে বাংলাদেশ প্রতিদিনের পাতায় আমরা তুলে ধরবো। এর পাশাপাশি কমিউনিটি মানুষের কাছে তুলে ধরবো দেশের খবর।

বাংলাদেশ প্রতিদিনকে ব্রিটেনের বাংলা মিডিয়া পরিবার সদস্য হিসেবে গ্রহণ করায় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ব্রিটেনসহ ইউরোপে বসবাসরত অনাবাসী বাঙালিদের সুখ-দুঃখ, সংগ্রামে এখন থেকে বাংলাদেশ প্রতিদিন সহযোদ্ধা হিসেবে পাশে থাকবে। অনাবাসীদের অর্জনের কথা পত্রিকাটি যেমন পৌঁছে দেবে শেকড় ভূমিতে, ঠিক তেমনি দেশেও তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বাংলাদেশ প্রতিদিন।

টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বলেন, এই সন্ধ্যায় আনন্দঘন মুহূর্তে যাত্রা শুরু করছে লন্ডনে বাংলাদেশ প্রতিদিন। মিডিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আমার অনেক গণমাধ্যমের বন্ধু উদ্বিগ্ন। কিন্তু আমি বলবো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের যেতে হয় এবং এতেই আমাদের কমিউনিটি শক্তিশালী হয়। আমি পৃথিবীর যেকোনো প্রান্তে গেলে একটি ইংরেজি দৈনিকের খোঁজ করি আমার দেশের খবর জানতে। তেমনি ইউরোপীয় বাংলাদেশি কমিউনিটির মানুষের খবর জানাতে আশা করি বাংলাদেশ প্রতিদিন ভূমিকা রাখবে।  

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জুলকার নাইন বলেন, বাংলাদেশ প্রতিদিনের ইউরোপীয় সংস্করণের এই যাত্রায় শুভকামনা জানাই। সমাজের অগ্রযাত্রায় মিডিয়ার অগ্রগামী ভূমিকা থাকে। জনমত বিনির্মাণ, বিকাশ এবং গণতন্ত্র রক্ষায় সংবাদপত্রের ভূমিকা ব্যাপক। বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালে প্রকাশিত হওয়ার পর থেকে মানুষের আস্থা অর্জন করে এখন দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ইউরোপেও আশা করবো তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার পরিচালক এবং চ্যানেল এস’র সিইও তাজ চৌধুরী, সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক ফরিদ আহমদ রেজা, সাপ্তাহিক পত্রিকা’র চিফ এডিটর বেলাল আহমেদ, সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ইকরা বাংলা টেলিভিশনের জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, টিভি ওয়ান এর ডিরেক্টর গোলাম রসুল, সত্যবাণী অনলাইনের সম্পাদক সৈয়দ আনাস পাশা, আয় অন টেলিভিশনের ডিরেক্টর ও ব্রিটিশ কারি এওয়ার্ড প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই, চ্যানেল আই ইউরোপ’র ডিরেক্টর রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব, চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান এবং সাপ্তাহিক পত্রিকা’র প্রতিষ্ঠাতা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি প্রমুখ।

এছাড়া লন্ডনে বাংলা মিডিয়ার সংবাদকর্মী, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাদার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন ইউরোপ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আ স ম মাসুম ও যুগ্ম ব্যুরো চিফ হিসাবে থাকছেন আফজল হোসেন। এখন থেকে নিয়মিত পত্রিকাটি সাপ্তাহিকভাবে ইউরোপের বাজারে প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।