ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় হেরোইনসহ যু্বক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
গাইবান্ধায় হেরোইনসহ যু্বক আটক গাইবান্ধায় হেরোইনসহ যু্বক আটক

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ২০ গ্রাম হেরোইনসহ আব্দুর রউফ(৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার(৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিসি অফিস এলাকায় হেরোইন বিক্রির সময় তাকে আটক করা হয়।

আটক রউফ উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত কছির শেখের ছেলে।


 
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য দুই লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন বিক্রির সময় তাকে আটক করা হয়। রউফের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।