ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রয়াত সভাপতির প্রতি শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
প্রয়াত সভাপতির প্রতি শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা   শ্রীমঙ্গল প্রেসক্লাবে প্রয়াত সভাপতির স্মরণসভা, ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: চায়ের রাজধানী শ্রীমঙ্গলের প্রথিতযশা সাংবাদিক গোপাল দেব চৌধুরী। আমৃত্যু এই প্রেসক্লাবে ২৭ বৎসর যাবৎ কর্মমুখর থেকেছেন। তার সম্পাদিত এবং প্রকাশিত সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকাটিকে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনার অন্যতম মুখপত্র হিসেবে দাঁড় করিয়েছিলেন।

শনিবার (৬ অক্টোবর) ছিল সাংবাদিক গোপাল দেব চৌধুরীর প্রথম মৃত্যুবাষির্কী। এ উপলক্ষে তার হাতে গড়া তার প্রিয় সংগঠন শ্রীমঙ্গল প্রেসক্লাব সন্ধ্যায় প্রয়াত গোপাল দেব চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনে এক স্মরণসভার আয়োজন করেন।


 
এ স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নাট্য-অভিনেতা এবং আবৃত্তিশিল্পী পীযূষ বন্দোপাধ্যায়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক সৌমিত্র দেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, অধ্যাপক অবিনাশ আচার্য, সাংবাদিক মামুন আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমদ, সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  
 
 
বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
বিবিবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।