রোববার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অবরোধের সমর্থনে কয়েকজন আন্দোলনকারী জড়ো হন।
অবরোধের বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মুখপাত্র আ ক ম জামাল উদ্দীন বাংলানিউজকে বলেন, সারাদেশে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। শাহবাগে আমরা শিথিল করেছি। এখানে হাসপাতাল রয়েছে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা আবার বিকেলের দিকে অবস্থান নিতে পারি।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসকেবি/আরবি/