ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় হালিমা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (০৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের শনির আখড়া অংশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হালিমার ভাই মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তিনি ডেমরা সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় থেকে ছোটবোন হালিমাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কাকরাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথে মেয়র হানিফ ফ্লাইওভারের শনির আখড়া অংশের ঢালে আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হালিমা গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হালিমা তিন সন্তানের জননী। স্বামীর নাম বাবুল মিয়ার। তবে তিনি ডেমরায় বাবা-মায়ের সঙ্গেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এডেজএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।