ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিকদের অনির্ধারিত শ্রম বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
শ্রমিকদের অনির্ধারিত শ্রম বন্ধের দাবি মানববন্ধনে শ্রমিক সংগঠন আইবিসি’র সদস্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: গার্মেন্টসসহ সব ধরনের কাজে শ্রমিকদের অনিশ্চিত ও অনির্ধারিত শ্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

গ্লোবাল ডে-ফর ডিসেন্ট ওয়ার্ক উপলক্ষে রোববার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন অাইবিসি’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন অাহমদ, ভাইস-চেয়ারম্যান অামিরুল হক অামিন, মহাসচিব সালাউদ্দীন স্বপন ও কুতুবউদ্দিন অাহমদ প্রমুখ।

 

বক্তারা কার্যকর পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে অধিকার বঞ্চিত শ্রমিকদের শ্রম অাইনের সব সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকারের প্রতি অাহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।