রোববার (৭ অক্টোবর) সকালে সাড়ে ১০টা দিকে উপজেলার উত্তর রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। অবলা ওই এলাকার ধীরেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে সকালে উত্তর রহমতপুর এলাকার অবলার সঙ্গে প্রতিবেশি রোজিনা ও হেলেনার বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা অবলাকে মারধর করে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের ছেলে তাপস বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশিদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। সকালে প্রতিবেশি রোজিনা, হেলেনা ও শিল্পী বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার স্ত্রী সবিতা রানীর সঙ্গে ঝগড়া করে। এর প্রতিবাদ করতে মা এগিয়ে এলে তারা লাকড়ি দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করেন।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে শাহজাহান ও আলী নামে আরও দু’জন জড়িত রয়েছেন।
এদিকে, বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমএস/আরবি/