ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোটা বহালের দাবিতে শাহবাগে প্রতিবন্ধীদের অবরোধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
কোটা বহালের দাবিতে শাহবাগে প্রতিবন্ধীদের অবরোধ শাহবাগে প্রতিবন্ধীদের অবরোধ। ছবি: বাংলানিউজকে

ঢাকা: সরকারি চাকরিতে পাঁচ ভাগ প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা। ৩০ ভাগ কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানেরা অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও ওই মোড়ে তাদের কাউকে দেখা যায়নি।

রোববার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীরা অংশ নেয়।

পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বাংলানিউজকে বলেন, আমরা কোটা বাতিলের প্রজ্ঞাপণ প্রত্যাহার দাবি করছি।

আমাদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল দাবি করছি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাবো। বর্তমানে প্রতিবন্ধীদের জন্য কোনো কোটা নেই, যা আছে তা হলো প্রহসনের।

এদিকে শাহবাগ মোড়ে অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।