রোববার (৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।
এর আগে শনিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে বিষখালী নদী থেকে মাছ ধরার প্রস্তুতিকালে তাদের আটক করে পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশ।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের মো. মফিজ উদ্দিনের ছেলে ছরোয়ার (৫০), আব্দুস ছালামের ছেলে মিজানুর রহমান (২০), লক্ষণের ছেলে নাগর (২২) ও আফজাল হোসেনের ছেলে জুয়েল ২৩)।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআরএস