ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৪ জেলেকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
পাথরঘাটায় ৪ জেলেকে জরিমানা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে মাছ ধরার প্রস্তুতিকালে আটক চার জেলেকে ১২ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। 

রোববার (৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।

এর আগে শনিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে বিষখালী নদী থেকে মাছ ধরার প্রস্তুতিকালে তাদের আটক করে পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশ।

 

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের মো. মফিজ উদ্দিনের ছেলে ছরোয়ার (৫০), আব্দুস ছালামের ছেলে মিজানুর রহমান (২০), লক্ষণের ছেলে নাগর (২২) ও আফজাল হোসেনের ছেলে জুয়েল ২৩)।  

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।