রোববার (০৭ অক্টোবর) সকাল ৭টার দিকে টেকনাফের শাপলাপুর নোয়াখালী পাড়া সৈকত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, মিয়ানমার থেকে টেকনাফের শাপলাপুর নোয়াখালী পাড়া সৈকত এলাকায় ইয়াবার একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (০৬ অক্টোবর) রাতে ২টার দিকে অভিযান চালায় পুলিশ।
একপর্যায়ে সকাল সাড়ে সাতটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে দুই পাচারকারী দু'টি বস্তা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পাচারকারীরা বস্তা দু'টি ফেলে বোটে উঠে যায়। এরপরও পুলিশ ধাওয়া করলে তারা আরও দু'টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই চারটি বস্তায় ৬ লাখ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা।
এরআগে সকালে একই স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
ওএইচ/