ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাত ১০টা পর্যন্ত শাহবাগ মোড় ‘অবরোধ’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
রাত ১০টা পর্যন্ত শাহবাগ মোড় ‘অবরোধ’ ৩০ শতাংশ কোটার দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাকা: সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে চলমান আন্দোলনে শাহবাগে অবরোধ রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে।

সোমবার (০৮ অক্টোবর)  বিকেলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এক পর্যায়ে শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

রাস্তার একপাশ যান চলাচলের কারণে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে উপস্থিত হন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। এসময় তারা ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে স্লোগান দেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বাংলানিউজকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৮,  ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।