মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদরে খিলপাড়া এলাকায় নির্মাণাধীন এ কারাগার পরিদর্শনে যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেল সুপার মো. বজলুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে রাতে কিশোরগঞ্জ সার্কিট হাউজে শহরের প্রয়াত ১৬ জন গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিবারের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন রাষ্ট্রপতি।
কিশোরগঞ্জ শহরস্থ নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে বুধবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামের উপজেলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস