বুধবার (১০ অক্টোবর) ভোর থেকে বড় ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন ফেরিঘাট সংশ্লিষ্টরা।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বাংলানিউজকে জানান, ঘাটের দৌলতদিয়া প্রান্তের চ্যানেল ও ঘাট পন্টুন এলাকায় নাব্যতা সংকট রয়েছে।
তবে ছোট ও মাঝারি ১১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখা হয়েছে। কিন্তু যানবাহনের চাপ ও বড় ফেরি বন্ধ থাকার কারণে ভোগান্তি বাড়ছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষমান যানবাহনের বেশির ভাগই পণ্যবাহী ট্রাক বলেও জানান রুহুল আমিন।
পাটুরিয়া ফেরিঘাট নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মনিরুল ইসলাম) জানান, নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের এক কিলোমিটারের দীর্ঘ লাইন রয়েছে। এছাড়াও তিন শতাধিক পণ্যবাহী ট্রাকও নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সম: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
কেএসএইচ/জেডএস