ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করেন তিনি। ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুবাদের ফলে বিশ্বের প্রায় ৪৩৭ মিলিয়ন স্প্যানিশভাষী মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবেন। সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষের জন্য বঙ্গবন্ধুর আপোষহীন সংগ্রাম ও আত্মত্যাগও জানতে পারবেন স্প্যানিশভাষীরা।

২০১২ সালের ১৮ জুন ‘অসমাপ্ত আত্মজীবনী’র মূল বাংলা সংস্করণ প্রকাশ হয়। তারপর এ পর্যন্ত ইংরেজি, হিন্দি, চাইনিজ, জাপানিজ, ফ্রেঞ্চ, উর্দু, আরবি, স্প্যানিশসহ ১০ ভাষায় অনূদিত হয়েছে বইটি। এছাড়া রুশসহ আরও বেশ কয়েকটি ভাষায় অনুবাদের কাজ চলছে।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস-উপমহাদেশের ইতিহাস বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে উল্লেখ শেখ হাসিনা বলেন, বইটি উপমহাদেশের রাজনীতির অমূল্য তথ্যভাণ্ডার।

‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণ আনার জন্য উদ্যোগ নেওয়ায় বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাতকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা। একইসঙ্গে ধন্যবাদ জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ও স্প্যানিশ অনুবাদক বেঞ্জামিন ক্লার্ককেও।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি, আমরা পারস্পরিক সাহিত্য যতো বেশি জানবো, নিজেদের সাংস্কৃতিক চর্চা যতো হবে, নিজেদের সমৃদ্ধ করতে পারবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্প্যানিশ রষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাত, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।