শাওন নবগ্রাম রোডের ঈদগাহ সড়কের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তিনি বিআইটি কলেজের ইঞ্জিনিয়ারিং পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলো।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে নগরের চৌমাথা লেকের পূর্বপাড়ের ফুটপাতে নারকেল ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে চৌমাথা লেকের পূর্বপাড়ের ফুটপাতে দিয়ে হেটে যাচ্ছিলো শাওন। এসময় একটি নারকেল গাছ ভেঙে তার ওপরে পড়লে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএস/ওএইচ/