জব্দ করা ফেনসিডিল। ছবি: বাংলানিউজ
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮শ’ বোতল ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ৯ টার দিকে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কের চারাবট এলাকা অভিযান চালিয়ে এ মাদক দ্রব্যের চালানটি জব্দ করে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান আলী সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কে অভিযান চালানো হয়।
এসময় পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতরে ৮শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো বেনাপোল পোর্টথানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এজেডএইচ/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।