ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

মাদারীপুর: ভারতের উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে পদ্মা উত্তাল হয়ে ওঠায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে ঘাট সূত্র জানিয়েছে। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১১টার আগ পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকালে নদী শান্ত থাকায় লঞ্চ চলাচল করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদী কিছুটা উত্তাল হয়ে উঠলে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।