বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের আবুল শেখের ছেলে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান বাংলানিউজকে জানান, গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী একটি মাইক্রোবাস গোপালপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোচালক ফরহাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসআরএস